খুকুমণির ছড়া - iqbal's blog

খোকন

খোকন খোকন ডাক পাড়ি,

খোকন মোদের কার বাড়ী?

আয় রে খোকন ঘরে আয়,

দুধ মাখা ভাত কাকে খায়।।

হাট্টি মাটিম টিম

হাট্টি মাটিম টিম

তারা মাঠে পাড়ে ডিম

তাদের খাড়া দুটো শিং

তারা হাট্টি মাটিম টিম।।

দোল দোল দুলুনি

দোল দোল দুলুনি

রাঙা মাথায় চিরুণী।

বর আসবে যখনি,

নিয়ে যাবে তখনি।

কেঁদে কেন মর?

আপনি বুঝিয়া দেখ,

কার ঘর কর?

বর্গী এলো দেশে

খোকা ঘুমোল পাড়া জুড়োল,

বর্গী এলো দেশে;

বুলবুলিতে ধান খেয়েছে,

খাজনা দিব কিসে?

ধান ফুরুল, পান ফুরুল,

খাজনার উপায় কি?

আর ক’টা দিন সবুর কর

রসুন বুনেছি।।

খোকার মাছধরা

খোকা গেছে মাছ ধরতে
খীর নদীর কূলে,
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ,
মাছ নিয়ে গেল চিলে।
লেখা
হাতে কালি মুখে কালি,
বাছা আমার লিখে এলি!
ঘুমের গান

ঘুম পাড়ানী মাসি পিসী,
মোদের বাড়ি এস,
জলপিঁড়ি দেব তোমায়,
পা ধুয়ে বস।
চাল কড়াই ভাজা দেব,
গাল ভরে খেও,
খুকুর চোখে ঘুম নাই,
ঘুম দিয়ে যেও।
তাই তাই

তাই তাই তাই,
মামা বাড়ি যাই,
মামা দিল দুধ ভাত,
পেট ভরে খাই
মামী এলো লাঠি নিয়ে
পালাই পালাই!
চাঁদ মামা

আয় আয় চাঁদমামা,
টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা
মাছ কুটলে মুড়ো দেবো,
ধান ভানলে কুঁড়ো দেবো,
সোনার থালে ভাত দেবো,
রাজার মেয়ে বিয়ে দেবো-
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা!
কে বকেছে

কে বকেছে, কে মেরেছে
কে দিয়েছে গাল?
তাইতো খোকা রাগ করেছে,
ভাত খায়নি কাল।
কে বকেছে, কে মেরেছে,
দুধের গতরে?
আদ সের চাল দেবো তার
গালে ভেতরে!

ঝোটন বাঁধা

নোটন নোটন পায়রাগুলো

ঝোটন বেঁধেছে,

ও পাড়েতে দুটি মেয়ে

নাইতে নেমেছে,

সরু সরু চুলগুলো

ঝাড়তে লেগেছে

কে দেখেছে-কে দেখেছে?

দাদা দেখেছে।

দাদার হাতের বাজু-বন্ধ

ছুড়ে মেরেছে-

উফফ বড্ড লেগেছে!

 

আগডুম বাগডুম

আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে,

ডান মৃগেল ঘাঘর বাজে।

বাজতে বাজতে চললো ঢুলী,

ঢুলী গেল সেই শ্বশুর বাড়ি;

শ্বশুর বাড়ি টে টা, সূর্য্যিমামার বিয়েটা।

হাড় মড় মড় কেলে জিরে,

রসুন কুসুম পানের বিড়ে;

আয় লবঙ্গ হাটে যাই,

ঝালের নাড়ু বড় বিষ

ফুল ফুটেছে ধানের শিষ!

 

খুকু যাবে শ্বশুর বাড়ী

খুকু যাবে শ্বশুর বাড়ী,

সঙ্গে যাবে কে?

বাড়ি আছে হুলো বেড়াল,

কোমর বেঁধেছে।

আম কাঠালের বাগান দেবো

ছায়ায় ছায়ায় যেতে;

শান বাঁধান ঘাট দেবো,

পথে জল খেতে।

ঝাড় লন্ঠন জ্বেলে দেবো,

আলোয় আলোয় যেতে;

উড়কি ধানের মুড়কি দেবো,

শাশুড়ি ভুলাতে!

শাশুড়ি ননদ বলবে দেখে,

বৌ হয়েছে কালো!

শ্বশুর ভাসুর বলবে দেখে,

ঘর করেছে আলো!

 

 

© 2007-2023 IQBAL AHSAN