বিস্মৃত ইতিহাসের তিন অধ্যায় - iqbal's blog
demo-image

বিস্মৃত ইতিহাসের তিন অধ্যায়

Share This
সম্প্রতি বাংলাদেশ তথা ভারতবর্ষের ইতিহাসের তিনটি বিষয় নিয়ে লিখিত এই বইটি আমার হাতে এসেছিল। বইটি আর প্রকাশিত হয় না বলেই জানি এবং সহজলভ্য নয়। ব্যাপারটি বুঝতে পেরে বইটি ইপাব সংস্করণে রূপান্তর করার কথা মাথায় আসে। বইটিতে আমি যতটা সম্ভব লেখকের ভাষা ও বানান সংক্ষরণ করেছি। বইটি একজন ঐতিহাসিকদ্বারা রচিত হওয়া সত্ত্বেও বাক্য গঠণ এবং বানান এবং আরও বেশ কিছু বিষয় আমার কাছে দুর্বল বলে মনে হয়েছে। অনেক জায়গায় লেখক একই কথা বার বার বলেছেন বলেও মনে হয়েছে। যাই হোক বইটি কিছুটা হলেও বাংলার ইতিহাস এবং পাশাপাশি ইতিহাস ও বাংলা সাহিত্যের ছাত্রদের জন্য উপকারে লাগবে বলে মনে করছি।


বইটি যদি কারও উপকারে লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে বলে মনে করছি।
Comment Using!!

No comments:

© 2007-2023 IQBAL AHSAN

undefined