গুহায় থাকা ছোট ভাল্লুক - iqbal's blog
demo-image

গুহায় থাকা ছোট ভাল্লুক

Share This

অনেক কাল আগের কথা। গভীর বনে বাস করত একটা ছোট ভাল্লুক। সে থাকত বিশাল এক পাহাড়ের গুহায়। একদিন ছোট ভাল্লুকের দাদা বললেন, "ছোটু, আর কত দিন তুমি গুহাতে থাকবে। যাও থাকার জন্য একটা কাঠের ঘর তৈরি কর।"

ছোট ভাল্লুক বসন্তে বনে গেল, গাছগুলো সবুজ পাতায় ভরা ছিল, তা দেখে সে সেগুলো আর কাটতে পারলো না।

গ্রীষ্মে, ছোট ভাল্লুক আবার বনে গেল। গাছগুলো তাজা ফুলে পূর্ণ ছিল, আর সে সেগুলো কাটতে পারলো না।

শরত্কালে, ছোট ভাল্লুক বনে গিয়েছিল। গাছগুলো ফলে পরিপূর্ণ ছিল এবং সে সেগুলো কাটতে পারলো না।

শীতকালে, ছোট ভাল্লুক বনে গিয়েছিল। অনেক ছোট পাখি গাছে বসবাস করছিল, গাছগুলো এবারো সে কাটতে পারলো না।

বছর পেরিয়ে গেল, কিন্তু ছোট ভাল্লুক তার গাছের বাড়ি তৈরি করতে পারলো না। সে তখনও তার পাহাড়ের গুহায় সুখে বসবাস করছিল।

ছোট বনের প্রাণীরা ছোট ভাল্লুককে অনেক ধন্যবাদ জানাল এবং তারা তাকে একগুচ্ছ সুন্দর তাজা ফুল উপহার দিল।


Comment Using!!

No comments:

© 2007-2023 IQBAL AHSAN

undefined