আমীরুল ইসলাম
প্রথম প্রকাশঃ ধান শালিকের দেশ,
কিশোর সাহিত্য
১৫বর্ষ ২য় সংখ্যা,
জুলাই-ডিসেম্বর '৮৭
বাংলা একাডেমী
আছেন তিনি খোশহালে, খুব সুখে
ভিনদেশি সব বুলি যে তার মুখে।
নামের পরে ডিগ্রি বি এ বি টি
রোজ সকালে উঠেই করেন পিটি।
শরীর ফুলে তাই হয়েছেন গামা
তার শরীরে আর আঁটে না জামা।
ইংরেজীতে গ্রামকে বলেন সিটি
ফ্রেঞ্চ ভাষাতে লেখেন তিনি চিঠি।
আজ ইটালি কালকে যাবেন ঘানা
সব ধরণের ফন্দি যে তার জানা।
আরবি এবং ফার্সি ভাষায় তিনি
ডাইরি লেখেন নিত্য, প্রতিদিনই।
গ্রীক ভাষাতে মেজাজ খিটিমিটি
বাংলা শুনে হাসেন মিটিমিটি।
লন্ডনে তার তিনটে আছে বাড়ি
জাপান থেকে আনেন কিনে গাড়ি।
সব ব্যাপারেই কথা বলেন বেশি
দেশে থেকেও তিনি যে ভিনদেশি।
No comments:
Post a Comment