আইফোনের জন্য ত্রিমাত্রিক(3d) অ্যাপ্লিকেশন - iqbal's blog

আইফোনের জন্য ত্রিমাত্রিক(3d) অ্যাপ্লিকেশন

Share This


কিছুদিন আগ পর্যন্ত যে যন্ত্র তৈরি করতে প্রয়োজন ছিলো শত শত ডলারের আজ তা পরিণত হয়েছে একটি ৯৯সেন্ট মূল্যের অ্যাপ্লিকেশনে। আর তা শুধুমাত্র সম্ভব হয়েছে অ্যাপলের অ্যাপ্লিকেশন প্রস্তুতকারকদের কারণে।

গ্রান্ট শিনডলার, জর্জিয়া টেক কলেজ অভ কম্পিউটিং এর একজন গবেষক, তৈরি করেছেন ‘ট্রাইমেনশনাল’ নামক একটি অ্যাপ, যার মাধ্যমে প্রথম বারের মত আইফোন ৪, আইপ্যাড ২ অথবা নতুন আইপ্যাড টাচ এর ব্যবহারকারীরা মুখোমন্ডল বা অন্য যে কোন বস্তুর ত্রৈমাত্রিক প্রতিচ্ছবি (scan) গ্রহণ করতে এবং তাকে ই-মেলের মাধ্যমে পাঠাতে পারবে। যদি আরো কিছু ডলার খরচ করা হয় তাহলে শিল্পী অথবা নকশাকারকগণ (designers) তাদের তৈরি করা মডেল ক্যাড প্রোগ্রাম অথবা মায়ার মত যে কোন ত্রৈমাত্রিক(3d) অ্যাপ্লিকেশনে স্থানান্তর করতে পারবে।

‘ট্রাইমেনশনাল’ এর কাজ করাবার পদ্ধতিটি অত্যান্ত সহজ। মূলত আইফোনের স্ক্রিনে যে আলো রয়েছে তাকে ব্যবহার করা হয়। এই অ্যাপটি চার ভিন্ন ধরনের আলোর নকশা স্ক্রিনের আলোর মাধ্যমে বিষয়বস্তুর উপর ফেলে এবং সম্মুখের ক্যামেরা দিয়ে তার ছবি তোলে। এর মাধ্যমে তৈরি হয় একটি ত্রৈমাত্রিক মডেল যা বড় করা যায়, চর্তুরদিকে ঘোরানো এবং যে কোন দিক থেকে দেখা সম্ভব। প্রোগ্রামটি প্রথমে প্রতিটি পিক্সেলকে নির্ধারণ করে এরপর বিভিন্ন আলোর প্রতিফলন ঘটিয়ে একে নির্দিস্ট করে। ধরা যাক আপনি আপনার মুখের ছবি নিতে চাচ্ছেন। প্রথমে আপনি আপনার মুখের একটি ছবি নিবেন, এরপর অ্যাপ্লিকেশনটি আপনাকে জিজ্ঞেস করবে, ছবিটি কেমন দেখাবে যদি আলো বাম দিক থেকে ফেলা হয়, যদি ডান দিক ফেলা হয় তাহলে কেমন দেখাবে এভাবে চলেতে থাকবে। প্রতি পিক্সেলের জন্য হবে একটি ত্রৈমাত্রিক উত্তর, আর এই উত্তরগুলি একত্রিত করে প্রস্তুত হবে একটি সম্পূর্ণ ত্রৈমাত্রিক মডেল।



যে পদ্ধতিটির মাধ্যমে এই প্রোগ্রামটি কাজ করে তার প্রথম নকশা তৈরি হয় ১৯৮০ সালের দিকে। এ সময়ে এর কাজে প্রয়োজন হত প্রচন্ড দামী কিছু লাইট, একজন স্থির মডেল এবং প্রচুর সময়ের। কিন্তু এখন ‘ট্রাইমেনশনাল’ একে করে তুলেছে সম্পুর্ণ যান্ত্রিক। এই অ্যাপের প্রথম সংস্করণে ব্যবহারকারীরা শুধুমাত্র স্থির ছবি ই-মেলের মাধ্যমে পাঠাতে পারত। বর্তমান সংস্করণে অনেকগুলো ছবি একত্রে জোড়া লাগিয়ে মুভি বা অ্যানিমেটেড জিফ তৈরি করে ই-মেল করা সম্ভব। এছাড়া প্রো সংস্করনে রয়েছে বিভিন্ন ত্রৈমাত্রিক প্রোগ্রামে ব্যবহার করা যায় এরকম ফাইল করবার ব্যবস্থা। শিনডলারের মতে বাজারে যে সকল ৪০০০০ ডলার মূল্যের ত্রৈমাত্রিক প্রতিচ্ছবি করবার যন্ত্র রয়েছে, তার মত এই অ্যাপটি হয়তো হবে না কিন্তু যে কোন ১০০ডলার দামের যন্ত্রের চাইতে অনেক ভাল কাজ করবে।

‘ট্রাইমেনশনাল’ প্রথম তৈরি হয় ২০০৮ সালে ডেস্কটপ কম্পিউটারের জন্য। এ সময় ডেস্কটপ কম্পিউটারের স্ক্রিনের আলো ব্যবহার করা হত বিষয়বস্তুর উপর। পরবর্তিতে তিনি জর্জিয়া টেক রিসার্চ এবং ইনোভেশন কনফারেন্সে যোগ দেন। সেখানে তিনি জিততে না পারলেও অ্যাডভান্স টেকনোলোজি ডেভেলপমেন্ট সেন্টারের সাথে পরিচিত হন, যেখান থেকে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ পান। আর তাদের সাহায্যই ‘ট্রাইমেনশনাল’কে শুধুমাত্র ধারণা থেকে বাস্তবে রূপান্তরিত করে। পরবর্তিতে যখন আইফোন ৪ বের হয় তখন তিনি এই সফটঅয়্যারকে মোবাইল অ্যাপ হিসেবে বের করবার চিন্তা করে।

শিনডলার বর্তমানে এই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ তৈরিতে ব্যস্ত আছেন। তার মতে, ‘যদি আমরা সকলের হাতে একটা করে প্রতিচ্ছবি(scanner) করবার যন্ত্র দিতে পারি তাহলে আমরা যে কোন বস্তুর ত্রিমাত্রিক ছবি ত্রিমাত্রিক প্রিন্টারে অথবা ভিডিও কলের সময় নিজের পরিবর্তে ব্যবহার করতে পারবো।’

No comments:

© 2007-2023 IQBAL AHSAN